কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৪, ১২:০২ এ এম

অনলাইন সংস্করণ

হোসেনপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে পুলিশের বাজার মনিটরিং

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ে নেমেছে পুলিশ। শনিবার পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর কে সামনে রেখে হোসেনপুর উপজেলার প্রতিটি মুদির দোকানে নিত্য পণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে রমজান মাসে যাতে অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, ইন্সপেক্টর তদন্ত মোঃ টুটুল উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সরা বাজার মনিটরিং করেন।

এ সময় বাজারে ফলের দোকান ,মাংসের দোকান, মনোহারী দোকান, মুরগির দোকান, মাছের দোকান, শুটকি দোকান সহ নিত্য পণ্য দ্রব্যাদির বাজার মনিটরিং করেন।দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন ওসি নাহিদ হাসান সুমন।

মন্তব্য করুন