প্রকাশিত: ৭ মে, ২০২৪, ০৪:৩৫ এ এম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর কলাপড়ায় দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে । অব্যাহত তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।
সোমবার দিনব্যাপী রৌদ্র উজ্জ্বলের মধ্যে সন্ধ্যা ছয়টার দিকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যায় কলাপাড়া আকাশ। এরপরই সন্ধ্যা সময় শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। গ্রীষ্মকালীন ফসলের বেশি উপকার হবে বলে জানান স্থানীয়রা।
সারাদেশের মতো কলাপাড়ায় উপজেলায় অনেকদিন যাবত তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ঊর্ধ্বে।
যার কারণে দিনে ও রাতে প্রচুর গরম অনুভূত হতো। যা জনমনে ছিল চরম অস্বস্তিদায়ক। বৃষ্টি কারনে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য করুন