প্রকাশিত: ১১ মে, ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
জামালপুরের সরিষাবাড়ীতে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান এ সংবাদ নিশ্চিত করেছেন।
আজ শনিবার (১১ মে) সকালে পৌরসভার বাউসী বাঙালি পাড়া এলাকায় আব্দুল মোতালেব এর ছেলে রোকন এর বসতঘর থেকে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাকজিন ও ২ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে দশটায় পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বাউসী বাঙালি পাড়া গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে রোকনের বাড়ীতে। এসময় ১টি পিস্তল, ১টি ম্যাকজিন ও ২ রাউন্ডগুলি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোকনের বাড়ী থেকে গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়েছে। রোকনের বিরুদ্ধে মাদকসহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। সে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামী এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন