প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ০৫:১৮ এ এম
অনলাইন সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সালমান ফারসিকে এবং সাধারণ সম্পাদক হিসেবে বুশরা আল সাদিয়াকে মনোনীত করা হয়।
বৃহস্পতিবার (১৬ মে) এক আলোচনা সভায় এই কমিটির ঘোষণা করা হয়েছে। এসময় ছোট গল্প লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন সরদার, উপদেষ্টা ও এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, উপদেষ্টা ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক শশী আহমেদ এবং বোর্ড সদস্য জাফর রায়হান শ্রাবণ।
এ সময় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের স্বার্থে আঘাতহানী হয় এমন কাজের বিরুদ্ধে তারা কঠোর ব্যাবস্থা গ্রহন করার এবং ক্লাবের অগ্রগতির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেন।
সভায় সাবেক কমিটির সভাপতি জাকির হোসেন সকলকে সমন্বিতভাবে কাজ করে ক্লাবের অগ্রগতির সাধনের জন্য আহ্বান জানান। এছাড়াও ভবিষ্যতে ক্লাবের যে কোনো প্রয়োজনে তিনি ক্লাবের পাশে থাকবেন এই আশাবাদও ব্যাক্ত করেন।
এ সময় কমিটির এক্সিকিউটিভ অফ ডিবেট সোনিয়া আক্তার এবং ভলান্টিয়ার সামসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক শোভন বিশ্বাস ও অন্যান্যরা।
মন্তব্য করুন