কক্সবাজার ব্যূুরো

প্রকাশিত: ২১ মে, ২০২৪, ১২:৩৪ এ এম

অনলাইন সংস্করণ

মেরিন ড্রাইভে ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া পাটুয়ারটেক এলাকায় বিলাসবহুল প্রাইভেট কার থেকে ৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক চোরাকারবারীর অন্যতম হোতা আব্দুল আমিন এবং মাদক সরবরাহকারী সিন্ডিকেটের তার তিন সহযোগী গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভের রাতে এ অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১৫এর উপ-অধিনায়ক মেজর শরিফুল আহসান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে একটি ইয়াবার চালান মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজার দিকে আসার খবরে উখিয়ার জালিয়াপাং চেংছড়ি পাটুয়ারটেক এলাকায় তল্লাশি চালানো হয়। 

এসময় ঢাকা মেট্রো-ঘ ১৩-৮৬০৬ নাম্বারের একটি প্রাইভেট গাড়ি তল্লাশি চৌকি অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। পরে ওই গাড়ি তল্লাশি করে ৭ লাখ পিছ ইয়াবাসহ আব্দুল আমিন, মোহাম্মদ আব্দুল্লাহ, নুরুল আবসার ও জাফর আলম নামে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি টাকা। 

পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

 

মন্তব্য করুন