রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ১২:০০ এ এম

অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুরে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আরো দুজন আহত হয়েছেন। ৩১ মে শুক্রবার বেলা ১১ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর পল্লীবিদ্যুৎ এলাকায় মুখোমুখি সংঘরর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪) ও একই ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মো: মিঠুন মিয়া (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাটুরা পল্লীবিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন।

ওসি আসলাম হোসেন আরও জানান, হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ও মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর  হাসপাতাল মর্গে রাখা আছে। আহদের চিকিৎসা চলছে।

মন্তব্য করুন