প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ০৩:৫৫ এ এম
অনলাইন সংস্করণ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম ঘোষণা দিয়ে নিয়মিত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আনোয়ার হোসেন রানা এলএলবি। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য। পবিত্র ঈদ উল ফিতরের দিন থেকেই তিনি উপজেলাজুড়ে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) নন্দীগ্রাম পৌর সদরের কলেজপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন এলএলবি রানা। তিনি ঈদগাহ মাঠে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পৌর শহরে বীর মুক্তিযোদ্ধা ও সকল শ্রেণিপেশার জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
দলীয় নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে তৎপর হয়েছেন।
ঈদের পরদিন শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার বিজরুল, কালিশ-পনাইল ও চাকলমা বাজারে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আনোয়ার হোসেন রানা। তিনি দরিদ্র পরিবার ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম ঘোষণা দেন এলএলবি রানা। এরপর থেকেই উপজেলাজুড়ে পোস্টার-ফেস্টুন সাঁটানোসহ ব্যাপক প্রচারণা শুরু করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত উপজেলার বিভিন্ন বাজারে-গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
মন্তব্য করুন