কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৪, ০৩:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন

কমলগঞ্জে নারী চেয়ারম্যান প্রার্থী গীতা কানু নিজেই মাইকে প্রচারণায়

ছবি: রূপালী বাংলাদেশ

আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী চা-শ্রমিক কন্যা ও নারী নেত্রী গীতা রাণী কানু। তিনি  গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বিপুল ভোট পেয়েও নির্বাচিত হতে পারেননি। তবে কমলগঞ্জে ব্যাপক সাড়া জাগিয়ে ছিলেন। তারপরও গত ৮-১০ বছরে চা-শ্রমিকদের বিভিন্ন দাবী আদায়ে মাঠে থেকে গীতা রাণী কানু ব্যাপক পরিচিতি লাভ করেন।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। গত ১৩ মে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেয়ে তিনি এখন একাই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত।

সরজমিনে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী গীতা রাণী কানু চা-বাগান এলাকা ও প্লান্টেশন এলাকায় হাতে মাইক নিয়ে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নারী চা- শ্রমিকদের তিনি বলছেন বিগত কয়েক বছর চা-শ্রমিকদের বিভিন্ন দাবী আদায়ে তাদের পাশে ছিলেন। এখন চা-শ্রমিকরা ভোট দিয়ে তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে উপজেলা পরিষদ থেকে চা-শ্রমিকদের বিভিন্ন ভাবে সহায়তা করতে পারবেন।

শনিবার ১৮ মে বেলা সাড়ে ৪টায় দেখা যায় গীতা রাণী কানু শমশেরনগর বাজারের বাংলাদেশ কমার্স ব্যাংকের সামনে রাস্তায় সিএনজি অটো রিক্সা দাঁড় করিয়ে আসন্ন নির্বাচনে তার প্রতীক ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, কমলগঞ্জবাসী জানে তিনি সব সময় দুর্ণীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এখনও দুর্ণীতির বিরুদ্ধে আছেন। সুতরাং ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে উপজেলা পরিষদে অন্তত দুর্ণীতিবাজরা আর দুর্ণীতি করতে সাহস পাবে না।

চেয়ারম্যান প্রার্থী গীতা রাণী কানু আরও বলেন, ‌তিনি দরিদ্র চা-শ্রমিক কন্যা। তার সম্পদ ও টাকা পয়সা নেই। তাকে পরিচিতজন ও বন্ধু-বান্ধবরা মিলে সহায়তা করে মনোনয়ন ফি, প্রচারণার লিফলেট, মাইকিং খরচ দিচ্ছেন। সাথে নেতা, কর্মী ও সমর্থক নিয়ে প্রচারণা চালানোর খরচ নেই তার। তাই নিজেই প্রার্থী হয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে গ্রাম-গঞ্জে ও চা-বাগানে যেভাবে সমর্থন পেয়েছিলেন ঠিক সেই ভাবে এবারও সমর্থন পাবেন।

মন্তব্য করুন