কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ১১:১৫ পিএম

অনলাইন সংস্করণ

কলাপাড়ায় শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিশ্রীপাড়া বাজারে এসে শেষ হয়। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও বর্তমান-সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন করে। মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিশ্রীপাড়া মন্দির সংলগ্ন এলাকায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. শাহ আলমের উপর হামলা হয় তাঁকে রক্ষা করতে আসলে সাবেক এক শিক্ষার্থীর উপরও হামলা করে স্থানীয় কুদ্দুস সিকদারের নেতৃত্ব বেশ কয়েকজন সন্ত্রাসীরা।

মানববন্ধনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষক-শিক্ষার্থীরা। দ্রুত বিচার না হলে ক্লাস বর্জন করারও হুমকি দেন তারা।

মন্তব্য করুন