প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ০২:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গরু মোটাতাজা করণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) বেলা ১১টায় সদর উপজেলার তেঘর বিশা এলাকায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমন্বিত কৃষি ইউনিট ভুক্ত প্রাণিসম্পদ খাতের আওতায় স্থানীয় সংস্থা জেআরডিএমের বাস্তবায়নে ও পিকেএসএফের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার খামারীরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন ও জেআরডিএমের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল। পরে সদস্যদের হাতেকলমে টিএমআর, ইউরিয়া মোলাসেস স্ট্র ও সাইলেজ বানানো শেখানো হয়।
জেআরডিএমের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল জানান, বাজারে গো-খাদ্যের উর্ধ্বমূল্যে প্রান্তিক খামারীদের যখন দিশেহারা অবস্থা, ঠিক তখনই প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক সদস্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি আমরা। মাঠ পর্যায়ে আমরা সদস্যদের হাতে কলমে টিএমআর, সাইলেজ, ইউএমএস, ইউটিএস, ইউটিসি বানানো শিখাচ্ছি। এতে সদস্যরা উপকৃত হচ্ছে।
মন্তব্য করুন