জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৪, ১০:০৭ পিএম

অনলাইন সংস্করণ

জয়পুরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ছবি: রূপালী বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ, অলিম্পিয়াড, কুইজ  প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরের সামনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কণা মন্ডল ও সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।

এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীরা ৩৫ টি স্টলে তাদের উদ্ভাবনী প্রদর্শন করছেন।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, বিজ্ঞান মনস্ক জাতি গঠন ও শিশু-কিশোর ও তরুণদের মাঝে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সেসব ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনীগুলো প্রদর্শন করছে তা আমাদের জীবনে বাস্তবায়ন করা গেলে জীবনমান আরও অনেক উন্নয়ন হবে।

মন্তব্য করুন