ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৬:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ভুল চিকিৎসায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে ভুল চিকিৎসায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) ভোর সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সূচনা জান্নাত শহরের মহিলা কলেজ পাড়ার জাহাঙ্গীর আলম চঞ্চল এর মেয়ে।

ঝিনাইদহ কালেক্টরেট স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ছিলেন সূচনা জান্নাত, আজ দুপুরে তার মরদেহটি নিজ বাসভবনে আনা হয়, পরবর্তীতে বাসা থেকে  শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া হলে এক পলক দেখেই কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। 

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল এ্যাপেন্ডিক্স এর ব্যাথার জন্য সূচনাকে ঝিনাইদহের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরীক্ষা নিরীক্ষার পরে সেখানকার ডাক্তার মোজাম্মেল হক ঐ দিনই সূচনাকে অপারেশন করেন। অপারেশন ভালো হয়েছে জানালেও জ্ঞান না ফেরায় তাকে পরদিন ২৭ এপ্রিল ঢাকায় রেফার করেন এ ডাক্তার।

এরপর সূচনার পরিবারের লোকজন তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন, সেখানকার ডাক্তার প্রফেসর আব্দুল হাই ৭ দিন চিকিৎসা দেয়ার পরও জ্ঞান না ফিরলে তাকে আইসিইউতে রাখা হয় ৩ দিন তারপরও অবাস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর নিউরো সায়েন্স ইনস্টিটিউট অব হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রফেসর দিন মোহাম্মদ এর কাছে চিকিৎসা হতে থাকেন এ ভুক্তভোগী শিক্ষার্থী সূচনা জান্নাত।

এর পরেও তার ঘুম ভাঙ্গায় এ মেধাবী শিক্ষার্থীর নিথর দেহটি পরিবারের কাছে হস্তানান্তর করা হয়।

এবিষয়ে কথা বলতে গেলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ডাক্তার মোজাম্মেলকে পাওয়া যায়নি। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করবে বলে জানিয়েছেন পিতা জাহাঙ্গীর আলম চঞ্চল।

মন্তব্য করুন