প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ এর টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সম্পুর্ন প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র সরকার নির্ধারিত ১২০/-(একশত বিশ টাকা) ফি প্রদানে ৯০ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে এবং ১৩ জনকে অপেক্ষমানভাবে নির্বাচিত করা হয়েছে।
গতকাল ১৩ মার্চ বুধবার রাত এগারো টায় জেলা পুলিশ, টাঙ্গাইলের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ এর টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
নির্বাচিত প্রার্থীরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করার সময় আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা কখনো বিশ্বাস করতে পারছেনা টাকা ছাড়াই পুলিশে চাকুরী পেয়েছে। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
এসময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্য হিসেবে আপনাদের এই নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আরও বলেন, এই কার্যক্রম চালু হয়েছিল গত ফেব্রুয়ারী মাসের ১৬ তারিখে। নিয়োগ বোর্ডের যে সদস্য ছিল সবাই একদম সচ্ছ ছিল। যারা চান্স পেয়েছে সবাই যোগ্য প্রার্থী। মাত্র ১২০ টাকায় নিয়োগ পেয়েছে। কোন প্রকার সুপারিশ ও লেনদেনের সুযোগ ছিল না। প্রথমে ৪ হাজার ২শত জন আবেদন করেছিল, পরে ৩৮০০ জন নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।সেখান থেকে লিখিত পরীক্ষায় বাছাই হয়েছিল ১ হাজার ৫৮ জন। লিখিত পরীক্ষার ফলাফলে ৩০২ জন থেকে মৌখিক পরীক্ষার ফলাফলে চুড়ান্ত ভাবে চান্স পেয়েছে ৯০ জনকে প্রাথমিকভাবে মনোনীত করেছি এবং আপেক্ষিক ভাবে ১৩ জনকে রাখা হয়েছে । আমরা টাঙ্গাইল জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। তিনি আরোও বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ এর টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ, নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন