প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৬:৫১ এ এম
অনলাইন সংস্করণ
নিজের হেনস্থার কথা সামনে তুলে ধরলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার।
তবে এটায় জানালেন বাইরে নয়, একেবারে নিজের বাড়িতেই হেনস্থার ঘটনার মুখোমুখি হয়েছিলেন সোহিনী।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে এই অভিনেত্রী বলেন, ‘আমার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। আমি ওখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলাম। হঠাৎ কেউ একজন আমার পিছনে চিমটি কেটে চলে গেল! ভাবুন এক বার, আমার বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে!’
সেই ব্যক্তিকে ডেকে, কষিয়ে থাপ্পড় মারবেন, সেই অবকাশ পাননি অভিনেত্রী। কারণ ঘটনার আকস্মিকতায় উপলব্ধি করতেই দেরি হয়ে গিয়েছিল তাঁর।
তত ক্ষণে সেই ব্যক্তি উধাও! অভিনেত্রী সেই ঘটনার পরে স্বাভাবিক ভাবেই সারা রাত ঘুমোতে পারেননি, ঘটনার বহিঃপ্রকাশ হিসাবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। থেকে থেকে ঘৃণার উদ্রেক হয়েছে। এই ধরনের ঘটনায় অভিযুক্তদের সমাজের যে কোনও ক্ষেত্র থেকে বিতাড়িত করা উচিত, মত সোহিনীর।
তিনি জানালেন, সকলে এই সমস্যার সমাধান খুঁজতে তৎপর।
কিন্তু ঠিক কোথায় এর সমাধান রয়েছে তা নিয়ে সন্দিহান অধিকাংশ মানুষ। অনেকে বক্তব্য রাখছেন, কেউ-কেউ আবার ভুল বক্তব্যও রাখেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘আমি এমন এক জন পুরুষকে জানি, যাঁর বিরুদ্ধে ‘মিটু’র মিথ্যে অভিযোগ আনা হয়েছিল। এই ধরনের ঘটনাও ঘটে। কিন্তু তাই বলে কি ‘মিটু’ আন্দোলন থামিয়ে দিলে চলবে!’ অভিনেত্রী আরও বললেন, ‘আমরাই প্রথম প্রজন্ম, যারা সমাজমাধ্যম ব্যবহার করছে, ‘মিটু’ আন্দোলন করছে, প্রকাশ্যে নিজেদের বক্তব্য পেশ করছে।
আমরাও নতুন শিখছি, ফলে কোন দিকে এগিয়ে গেলে সঠিক পথ মিলবে, সেই বিষয়ে আমরাও পুরোপুরি নিশ্চিত হতে পারি না।’
মন্তব্য করুন