রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০১:২৫ এ এম

অনলাইন সংস্করণ

বরকলে ৭ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটির বরকলে কৃষি চাষের জন্য ৭টি কৃষক সমিতিকে প্রত্যক সমিতিকে একটি করে পাওয়ার টিলার দিয়েছে বরকল উপজেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এসব পাওয়ার টিলার বিতরণ করা হয়।

বুধবার সকালে বরকলে এসব পাওয়ার টিলার বিতরণ করা হয়। এ সময় বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি জ্ঞান জ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান, উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মশিউল ইসলাম খান, কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ঝিমি চাকমা।

 

মন্তব্য করুন