প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০২:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
খুলনার পাইকগাছায় অত্যাচার নির্যাতন সহিতে না পেরে ভাই-ভাবীদের নামে থানায় লিখিত লিখিত অভিযোগ দায়ের করেছেন বোন। থানায় লিখিত অভিযোগ ও নির্যাতনের শিকার উপজেলার চেঁচুয়া গ্রামের আবু বকর সরদারের অবিবাহিতা মেয়ে হোসনেয়া খাতুন (৩০) তার ভাই আলতাপ হোসেন (৪২), আফজাল হোসেন (২৫) ভাবী রুপা বেগম (৩৫) ও হালিমা বেগম (২০) এর নামে এ অভিযোগ করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে কাঠের চলা ও বাঁশের লাঠি দিয়ে মারপিট করে ফোলা জখম করে।
এ কারণে থানায় অভিযোগ করে বাড়ী ফেরার পর সন্ধ্যা ৭ সাতটার দিকে আবারও মারপিট করে। এমনকি তাকে বাড়ী ঢুকতে দিচ্ছে না। তাদের মা হোসনেয়ারাকে নমিনি করে ব্যাংকে ১ লাখ টাকা জমা রেখে গেছেন। গত ৫ মে তিনি মারা যায়। এ টাকার দাবী করছে ভাই ও ভাবীরা। দিতে রাজী না হওয়ায় এ অত্যাচার নির্যাতন করছে বলে তাদের পিতা আবুকর জানান। মারপিটের কথা স্বীকার করে আলতাপ বলেন সে মুখ খারাপ করছে একারণে তাকে মারপিট করা হয়েছে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করেব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন