প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৬:৪১ এ এম
অনলাইন সংস্করণ
ফরিদপুরর ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের (ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে) গাবতলী এলাকা থেকে বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন জব্দ করেছে ভাঙ্গা থানা পুলিশ। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে তা বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ঢাকা থেকে ভাঙ্গা গামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে এ ৯ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়ন্ত ও এএসআই পরিতোষের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদ ভিত্তিতে স্বাধীন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাদা তাবু দিয়ে মোড়ানো বস্তার মধ্য থেকে পলিথিন জব্দ করে।
পরে জব্দকৃত পলিথিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. কুদরত এ-খুদা'র নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপজেলার পুকুর পাড়ে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. কুদরত এ-খুদা সাংবাদিক দের জানান, দুপুরে অভিযান চালিয়ে ৯ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরে অবৈধ পলিথিন গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
মন্তব্য করুন