শাজাহান সোহাগ, রিয়াদ

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ১০:৪২ এ এম

অনলাইন সংস্করণ

সৌদিতে আবহার প্রাকৃতিক সৌন্দর্য বিমোহিত করেছে পর্যটকদের

ছবি: রূপালী বাংলাদেশ

সৌদি আরবের মরুভূমিতে প্রাকৃতিক সৌন্দর্যে মেরি ফুলের সমারহে আবহার প্রাকৃতিক সৌন্দর্য বিমোহিত করেছে পর্যটকদের।

আপনি রোজভেলিতে গেলে চিন্তাই করতে পারবেন না যে এটা সৌদি আরবের মরুভূমির কোন এক জায়গা। দেশ থেকে আসা পর্যটক ও প্রবাসী বাংলাদেশীদের ভিড়ে আপনি যদি সেই মনোরম পরিবেশে যান তাহলে বুঝতেই পারবেন না যে এটা মরুভূমির কোন এক জায়গা। এ দৃশ্য দেখলে মনে হবে আপনি  ইউরোপের কোন এক শহরে অবস্থান করছেন। অসম্ভব সুন্দর ও মনোরম দৃশ্য আপনাকে ভীষণভাবে বিমোহিত করবে, মরুভূমিতে এত সুন্দর পরিবেশ আসলে কল্পনা করা যায় না। সৌদি আরবের যারাই পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছেন এবং দেশের পরিবার পরিজনকে ভীষণভাবে মিস করছেন তারাই ছুটে যেতে পারেন এই সুন্দর মনোরম দৃশ্যকে উপভোগ করতে।

এছাড়াও এই আবহা প্রদেশে মেঘের রাজ্য খ্যাত আল সুদাতে প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা মেঘের এই শীতল রাজ্যে ঘুরে আসতে পারেন, সেই আনন্দময় জায়গাটাতে। আসলে মরুভূমিতে এত সুন্দর পরিবেশ কল্পনাই করতে পারবেন না, সৌদিতে যখন ৪৫° উত্তাপে গরমে মানুষ অস্থির সেই সময়টাতে সেখানে টেম্পারেচার মাত্র ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আপনি চিন্তাই করতে পারবেন না এই মরুভূমির দেশে এই গরম আবহাওয়ার মাঝে আপনি আলছোদাতে গেলে শীতল হয়ে যাবেন এছাড়া ও আবহা প্রদেশে গরম এলেই সৌদি নাগরিকেরা ছুটে যান এই আবহা শহরে, বিষন্ন গরমের মাঝে এত সুন্দর আবহাওয়া আপনাকে ভীষণভাবে বিমোহিত করবে।

সৌদি আরব প্রবাসী যারা আছেন তারা যদি নিজেকে এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান, তাহলে আবহার প্রাকৃতিক এই মনোরম পরিবেশে ঘুরে আসতে পারেন।

আপনার মনে হবে আপনি ইউরোপের কোন দেশে অবস্থান করছেন। ভ্রমণের জন্য এই ভ্যাবসা গরমে আপনি খুঁজে পাবেন এক স্বস্তির নিঃশ্বাস।
 

মন্তব্য করুন