প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহমান হত্যা মামলায় ২১ বছর পর ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় ১৯ জনের মধ্যে ১৭ জন আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুইজন পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে আলাম ও কালাম, আব্দুস সাত্তারের ছেলে দোলা, ওসমান, কোরমান, গফুরের ছেলে আজাদুল ও সাইদুল, খলিলের ছেলে লাবু, বাবু, আমিনুর, মৃত বিরাজের ছেলেমামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে আব্দুর রহমানকে পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের একটি ধানের জমি থেকে ধরে নিয়ে যায় আসামীরা। এরপর আসামী আলামের বাড়িতে তাকে আটকে রেখে লাঠি, রড, সাইকেলের চেইন ও কারেন্টের তার দিয়ে নির্মমভাবে মারপিট করে আসামীরা। মারপিটের পর আসামীরা পা দিয়ে আব্দুর রহমানের পেটে ও বুকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। ঘটনার সময় ভিটটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এঘটনায় পরের দিন নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
মন্তব্য করুন